মৌলভীবাজারের শমশেরনগর
দীর্ঘ ২০-২২ বছর আগে রোপণ করা হলেও নিয়মিত পরিচর্যার অভাবে শমশেরনগর রেলস্টেশনের পামগাছগুলো পরগাছা ও পরজীবি উদ্ভিদে পূর্ণ হয়ে গেছে। এর ফলে গাছগুলোর সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, এতদিন কেউ এগিয়ে না আসলেও অবশেষে বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখা এগিয়ে আসে এবং গাছগুলোর সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু করে।
এই উদ্যোগটি রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের পাশে ৪০টি পাম গাছের পরিচর্যা শুরু হয়। দীর্ঘদিন এসব গাছের তেমন কোনো যত্ন নেওয়া হয়নি এবং পরগাছায় পুরো গাছজুড়ে ঢাকা পড়েছিল।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ৭ জন শ্রমিকের মাধ্যমে গাছ পরিষ্কার করার কাজ শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় ব্যক্তিত্ব ও শুভসংঘের নেতারা।
কিছুদিন সময় লাগবে পামগাছগুলো পরিষ্কার করার জন্য। এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয়রা এবং রেলওয়ে বিভাগ প্রশংসা করেছেন।
জানা যায়, ১৯৯৮ সালে প্রয়াত চেয়ারম্যান আবদুল মছব্বির পামগাছগুলো রেলওয়ের কাছ থেকে কৃষিজমি বন্দোবস্ত নিয়ে রোপণ করেছিলেন। তবে, কিছুদিন পর ফল আহরণের কাজ বন্ধ হয়ে যায় এবং গাছগুলোকে আর তেমন যত্ন দেওয়া হয়নি।
স্থানীয়রা বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের প্রশংসা করেছেন। দৌলতপুর গ্রামের রোকন মিয়া বলেন, 'এতদিন পর গাছগুলো আবারো তার সৌন্দর্য ফিরে পাচ্ছে, শুভসংঘকে ধন্যবাদ।'
কমলগঞ্জের রুহুল ইসলাম হৃদয় বলেন, 'এ ধরনের কাজ সত্যিই প্রশংসনীয়, আমরা বসুন্ধরা শুভসংঘের সাথে আছি।'
নাবিল শমসেরি ও মো. মোমিত খাঁন সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিরাও শুভসংঘের এ উদ্যোগে সমর্থন জানিয়েছেন এবং সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta