বিয়ে একজনের, বর সেজে এলেন ২০ জন
ভৈরবের কিশোরগঞ্জে কনের বাড়িতে বরের সাজে উপস্থিত ২০ যুবক। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার গোছামারা গ্রামে।
এমন একটি অস্বাভাবিক বিয়ের ঘটনায় বিয়েবাড়িতে উপস্থিত শত শত শিশু, কিশোর, পুরুষ ও নারী এক সাথে বর দেখতে এসে শোরগোল সৃষ্টি করে। এলাকাবাসী অবাক হয়ে যান এবং বরযাত্রীদের মধ্যে ২০ জন বর এসে উপস্থিত হওয়ায় কনেপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে।
এ ঘটনার সঙ্গে যুক্ত ছেলে, ছাব্বির হোসেন সজীবের বিয়ে ছিল ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মো. শাহ আলম মিয়ার মেয়ে জ্যোতি আক্তার স্বর্ণার সঙ্গে। বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল পারিবারিকভাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একসাথে প্রাইভেট কার ও মোটরসাইকেলে শেরওয়ানি ও পাগড়ি পরে ২০ জন বর কনের বাড়িতে আসেন। তাদের এই উপস্থিতি দেখে সবাই হতবাক হয়ে যায় এবং বিয়ের আয়োজন আরো আনন্দময় হয়ে ওঠে। ২০ বরের উপস্থিতিতে বিয়েবাড়ি ছিল উৎসাহিত।
বর, ছাব্বির হোসেন সজীব জানান, তার বন্ধুদের নিয়ে ২০ জন বর সেজে বিয়েতে অংশগ্রহণ করেছিলেন, যাতে বিয়ের আনন্দ আরও বাড়ানো যায়।
কনে, জ্যোতি আক্তার স্বর্ণা বলেন, ২০ জন বর সেজে আসা বিষয়টি তাকে খুবই ভালো লেগেছে।
বরের বন্ধু আল আমিন বলেন, এটি একটি নতুন অভিজ্ঞতা, এবং ভবিষ্যতে তার বিয়েতে এমন আয়োজন করার ইচ্ছা রয়েছে।
বরের ছোট ভাই জানান, তার পরিবার চেয়েছিল বড় ভাইয়ের বিয়েতে ২০ জন বর সেজে যাবে এবং এটি স্মরণীয় করে রাখার জন্য এই আয়োজন করা হয়েছে।
বরের বাবা আল আমিন মাহমুদ শিপন বলেন, তিনি চেয়েছিলেন তার ছেলের বিয়েটি একটু ব্যতিক্রমী হয়ে উঠুক, তাই এই আয়োজন করেছিলেন। বিয়ের সময় বরযাত্রী ও কনেপক্ষ সবাই খুব খুশি ছিল।
তিনি বর ও কনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। ভিডিওগ্রাফার খোকন মিয়া বলেন, এই প্রথম এতগুলো বর দেখে তিনি আনন্দিত। বিয়ের গেটের সামনে উপস্থিত মানুষরা অনেক সময় বরকে চিনতে পারছিল না।
স্থানীয় বাসিন্দারা বলেন, তারা কখনো এমনটি দেখেননি, ২০ জন বর একসাথে আসায় বিষয়টি মজাদার ছিল। প্রথমে তারা কিছুটা বিব্রত হলেও পরে জানেন এটি ছিল বরদের বন্ধুদের উদ্যোগ।
কনের দাদা বলেন, এটি একটি বিশেষ আয়োজন ছিল এবং বিষয়টি উপভোগ্য ছিল। এতগুলো বর থেকে আসল বর খুঁজে বের করা ছিল মজার।
তিনি তার নাতনি ও নানতি জামাইয়ের জন্য দোয়া করেন।
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta