মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় এমপি বাহারের অফিস; মুক্তিযোদ্ধারা চাইছেন জায়গাটি ফেরত
কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত জায়গা দখল করে আওয়ামী লীগ অফিস স্থাপন করার অভিযোগ উঠেছে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে। শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের নেতারা।
সংগঠনের কুমিল্লা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী বক্তব্যে জানান, কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের জন্য ১০ শতাংশ জমি বরাদ্দ ছিল। এই জমির প্রতি আগ্রহী হন কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বিভিন্ন কৌশলে সেই জমি দখল করার চেষ্টা করেন এবং ওই জায়গায় কুমিল্লা মহানগরের আওয়ামী লীগ অফিস করার পরিকল্পনা করেন। ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের জমি বাগাতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহাম্মদ বাবুলের সাহায্য নেন, যিনি তখন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী আরও বলেন, ২০১৭ সালের ২৯ অক্টোবর, কুমিল্লা সদরের এমপি বাহার অনিয়মের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জমি সফিউল আহাম্মদ বাবুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ টাকার বিনিময়ে রেজিস্ট্রি করে নেন। বাবুল ওই অর্থ এনসিসি ব্যাংক কুমিল্লা শাখার ব্যক্তিগত একাউন্টে জমা করেন।
এসময় মুক্তিযোদ্ধারা প্রশ্ন তোলেন, কিভাবে একটি সংগঠনের নামে এক ব্যক্তি দলিল সম্পাদন করতে পারে, যা একেবারে অবৈধ এবং অনিয়মপূর্ণ। এ বিষয়ে ২০২৩ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধারা দাবি করেন, সফিউল আহাম্মেদ বাবুল আওয়ামী লীগ নেতা ছিলেন এবং এমপি বাহার তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুক্তিযোদ্ধাদের জায়গা দখলের চেষ্টা করেছেন। তারা তাদের জায়গা ফেরত চাচ্ছেন।
মুক্তিযোদ্ধারা আরও জানান, ১৩ এপ্রিল, ২০২৩ তারিখে তারা অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি অভিযোগ পেশ করেছেন। এর আগেও ২০২২ সালের ২৩ জানুয়ারি কুমিল্লা জেলা প্রশাসক বরাবর মুক্তিযোদ্ধা সংসদের ভবন বিক্রি বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, তবে এমপি বাহারের প্রভাবের কারণে সে সময় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের কাছে তাদের জমি ন্যায্যভাবে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এফএফ ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মীর হারুনুর রশিদ, মুকবুল আহমদ, মো. হানিফসহ জেলার বিভিন্ন উপজেলা এবং কুমিল্লা শহরের মুক্তিযোদ্ধারা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta