তাড়াশে পিকআপ চালকের গলা কাটা মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় এক পিকআপ চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। তিনি তাড়াশ পৌরসভার ওয়াপদাবাঁধ এলাকার বাসিন্দা এবং পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।
তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি এলাকায় রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
শনিবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
নিহতের মা আকলিমা খাতুন জানান, শুক্রবার রাত থেকে রাসেদুল নিখোঁজ ছিলেন। সকালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। তবে কারা বা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta