যুক্তরাষ্ট্র-কানাডার শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি প্লাস ফ্রি, চলবে মে মাস পর্যন্ত
চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কানাডার শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা ঘোষণা করেছে ওপেনএআই। মে মাসের শেষ পর্যন্ত কিছু নির্দিষ্ট শিক্ষার্থী এই প্রিমিয়াম সংস্করণটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
যে প্লাস সংস্করণটি সাধারণত ২০ ডলার মাসিক খরচ করে ব্যবহার করা হয়, সেটি কিছু নির্বাচিত শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। তবে, এ সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র বা কানাডার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
শিক্ষার্থীদের যাচাই করার জন্য শিরআইডি (SheerID) নামের একটি নিরাপদ যাচাই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যারা পূর্বে সাবস্ক্রিপশন নিয়েছেন, তারা পাবেন অতিরিক্ত দুই মাসের ফ্রি ব্যবহারের সুযোগ।
চ্যাটজিপিটি প্লাসে পাওয়া যাবে উন্নত গবেষণা সুবিধা, বিভিন্ন ধরনের যুক্তি বিশ্লেষণ মডেল, বড় ফাইল আপলোড এবং অধিক মেসেজ পাঠানোর সুযোগ, উন্নত ভয়েস মোড এবং সীমিত ভিডিও তৈরির সুযোগ। এছাড়া, গ্রাহকরা চাইলে নিজেদের কাস্টম জিপিটি তৈরি করতে পারবেন এবং নতুন ফিচার পরীক্ষা করতে পারবেন।
এদিকে, ওপেনএআই জানিয়েছে যে ভবিষ্যতে ফ্রি ব্যবহারকারীদের জন্যও কিছু নতুন ফিচার উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য কবে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে ওপেনএআই এখনো কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta