আজ থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত
ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলছে সব ধরনের অফিস, যার মধ্যে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আজ থেকে ব্যাংকিং কার্যক্রম আগের সময়সূচিতে ফিরে আসবে। ফলে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অফিসের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম লেনদেনের পরবর্তী সময়ে সম্পাদিত হবে।
রমজান মাসে ব্যাংক লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। রোজার সময়ে ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। একই সময়ে ব্যাংক অফিসের কার্যক্রম ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসময় জোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি ছিল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta