পাঁচজনকে হারিয়ে শোকের সাগরে তলিয়ে গেছেন স্বজনরা
ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে শোকে মর্মাহত হয়েছেন স্বজনরা। ঈদে বাড়ি আসার পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে অফিসের এক বন্ধুর সঙ্গে পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন শামীম ফকির, যিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বুধবার (২ এপ্রিল) সকালে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় শামীমসহ তার পরিবারের পাঁচ সদস্য মারা যান। সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার কদমতলার বাড়িতে এই দুঃসংবাদ পৌঁছালে শোকে বিধ্বস্ত হয়ে পড়েন স্বজনরা।
শামীমের ভাতিজা পারভেজ ফকির জানান, শামীম ফকির মিরপুরে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন এবং ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি অনেক বছর ধরে পরিবারের সবাইকে নিয়ে ঈদে বাড়ি আসার পরিকল্পনা করছিলেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। এ বছরও অফিসে তিনি একই কথা বলেছিলেন, তবে এবার বাড়িতে ঈদ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঈদ শেষে ভাইয়ের মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে ঢাকায় ফিরে আসবেন বলে পরিকল্পনা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে গেল। তিনি আরও জানান, বুধবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকার একটি বাঁকে দ্রুতগতিতে আসার সময় ‘হার্ড ব্রেক’ করলে বাসের সামনের অংশ ঘুরে গিয়ে মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা শামীমদের কক্সবাজারগামী দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় শামীম, তার স্ত্রী সুমি আক্তার, বড় মেয়ে আনিসা (১৪), ছোট মেয়ে (৪ মাস) এবং বোনের মেয়ে তানু নিহত হন। শামীমের আরেক মেয়ে প্রেমা (১৩) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। শামীমের ভাই আসলাম ফকির জানান, মঙ্গলবার রাতে তার সঙ্গে শেষ কথা হয়েছিল এবং ঈদের ছুটিতে তার সহকর্মী ও তার পরিবার কক্সবাজার যাচ্ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta