যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা তেমন কমবে না, তবে আগামী ৭২ ঘণ্টায় দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাব পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এই পরিস্থিতিতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা এবং সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এছাড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের সার্বিক তাপমাত্রা দিন ও রাতে কিছুটা কমতে পারে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta