কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেয়ে নিহত, পিতা আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্পের কাছে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর থেকে বাবা ও মেয়ে মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ১৬ বছরের মেয়ে নিহত হয়, এবং বাবা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর, স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে কাছাকাছি একটি ক্লিনিকে নিয়ে যান। নিহত কিশোরীর মরদেহ হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হাইওয়ে পুলিশ নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। তবে নিহত মেয়েটির পরিচয় তৎক্ষণাৎ নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta