ব্যাংকের প্রধান উপদেষ্টা
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল স্থানীয় সময় দুপুর ১২টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী। সফরের প্রথম দিনেই তিনি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে উৎসাহিত করেন, চাকরির পেছনে না ছুটে নতুন উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। আজ তিনি বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি, বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। গতকাল সন্ধ্যায় তিনি বিমসটেকের অফিশিয়াল ডিনার এবং থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেন। ডিনারে তাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসতে দেখা যায়। আজ তাঁদের মধ্যে বৈঠক হতে পারে বলে জানা গেছে। সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রী ভারাউত শিল্পা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়েছে। বিমসটেক বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি আঞ্চলিক সংস্থা, যা দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। অধ্যাপক ইউনূস নেতৃত্ব নেওয়ার পর সংস্থাটিকে আরও সক্রিয় করার পরিকল্পনা করেছেন। আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সংযোগ বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য। গতকাল ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি তরুণদের উদ্দেশে বলেন, পৃথিবীর ইতিহাসে এই সময়ের তরুণেরা সবচেয়ে বেশি শক্তিশালী। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, মাত্র ১ ডলার ঋণ দিয়ে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। তরুণদের চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাতারাতি বড় কিছু করা সম্ভব নয়, বরং ছোট উদ্যোগ নিয়ে শুরু করতে হবে। টেকসই উন্নয়নের জন্য সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন। তিনি বলেন, বিমসটেকে তাঁর যাত্রা তরুণদের মাধ্যমে শুরু হওয়ায় তিনি আনন্দিত। ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনা আমাদের দুর্যোগ মোকাবিলার সীমাবদ্ধতা তুলে ধরে। বাংলাদেশও ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। ক্ষুদ্রঋণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামান্য ঋণ একজন মানুষের জীবন বদলে দিতে পারে, কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা গরিবদের ঋণ দিতে চায় না। এ কারণে সামাজিক পরিবর্তন আটকে আছে। তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থ দ্রুত পুনঃব্যবহার করা যায় এবং লক্ষাধিক মানুষের কাছে তা পৌঁছে দেওয়া সম্ভব। গতকাল প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট (বিমসটেক)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta