মেসে থাকা উপদেষ্টারা ব্যবহার করেন ৬ কোটির গাড়ি
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সরকারের কিছু উপদেষ্টার জীবনের চেহারা এখন পুরোপুরি পাল্টে গেছে। আগে যারা হলে-মেসে থাকতেন, এখন তারা উঠেছেন ৬ কোটি টাকার গাড়িতে। তাদের গায়ে থাকে ৩০ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে থাকে ৪০ লাখ টাকার ঘড়ি। তাদের সুপারিশে প্রশাসন এখন বিরক্ত। গতকাল দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সাত শহীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন। বরকত উল্লাহ বুলু আরও বলেন, নতুন দলের (এনসিপি) একজন নেতা নিজ বাড়ি যাওয়ার সময় একশর বেশি গাড়ির বহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার পার্টির আয়োজন করেছেন। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০ হাজার টাকার, আর জুতা ৫০ হাজার টাকার। ব্যবসায়ী ও প্রশাসনের লোকজন তাদের তদবির এবং বদলি বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে। মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়িতে হামলা-ভাঙচুর চালানো হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta