ঈদ উপলক্ষে মিষ্টির দাম বাড়ানোর অভিযোগ
আমতলী পৌরসভার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় ঈদকে সামনে রেখে মিষ্টির দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতাদের মতে, মিষ্টির কেজি দাম ১০০-১২০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
বরগুনার আমতলী পৌরসভার বাঁধঘাট চৌরাস্তা এলাকার মিষ্টির দোকানগুলোতে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, তারা বাড়তি দামে মিষ্টি কিনছেন।
বাঁধঘাট চৌরাস্তা এলাকার মুসলিম দধিঘর অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি কিনতে আসা ক্রেতা মোঃ সজিব বলেন,
"এখন প্রতি কেজি মিষ্টি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ঈদের আগে দাম ছিল ২০০-২২০ টাকা। এখন ১০০-১২০ টাকা বেশি গুনতে হচ্ছে।"
মুসলিম দধিঘর অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দেলোয়ার জানান,
"দুধের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে, তাই দাম একটু বেশি নেওয়া হচ্ছে।"
এছাড়া বাঁধঘাট চৌরাস্তার মায়ের দোয়া মিষ্টান্ন ভাণ্ডার, আল্লাহর রহমত ও মুসলিম দধিঘরের মতো আরও কিছু দোকানে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে মিষ্টির দাম বৃদ্ধি পাওয়ার সত্যতা পাওয়া গেছে।
পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা রুমা বলেন,
"আগে দাম কম ছিল, কিন্তু ঈদ আসার পর দাম ১০০-১২০ টাকা বেড়ে গেছে। আমাদের তো বাধ্য হয়ে কিনতে হচ্ছে।"
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) জানান,
"আমরা বিষয়টি জানি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta