হাইকোর্টের নির্দেশে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচন স্থগিত
কক্সবাজারের সাংবাদিকদের অধিকার রক্ষা করার জন্য সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর দ্বি-বার্ষিক নির্বাচনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র সহকারি জজ আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে মিচ আপিলে জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদের রায় স্থগিত করে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ একটি আদেশ প্রদান করেছেন।
হাই কোর্টের বিচারপতি আতাব উল্লাহর নেতৃত্বে আদালত এই আদেশ প্রদান করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র ২০২৫-২০২৬ সেশনের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। এই আদেশটি সেই ১০ জন সদস্যের রিট আবেদনের শুনানি শেষে প্রদান করা হয়, যাদের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল।
উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাদের আদালত অবমাননার নোটিশ দেয়া হয়েছে। তবে, রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন যে, তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ মার্চ হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি আতাব উল্লাহর আদালত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায় স্থগিত করেন। এই আদেশের ফলে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সকল নির্বাচন কার্যক্রম আইনত বন্ধ হয়ে গেছে। কোন ধরনের ব্যত্যয় ঘটলে তা আদালত অবমাননার শামিল হবে।
আগে ১৬ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদ, জেইউসি’র সদস্য নাছির উদ্দিন নোমানসহ ১০ সদস্যের ভোটাধিকার বিষয়ে দায়ের করা মামলা খারিজ করেছিলেন। এর পর ওই ১০ সদস্য হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন। আদালত তা গ্রহণ করে কক্সবাজার জেলা ও দায়রা জজের রায় স্থগিত করেন।
হাই কোর্টের আদেশ পেয়ে, রিটকারীরা জানিয়েছেন যে, নির্বাচনী কার্যক্রম চালানোর আগেই তারা আইনি নোটিশ পাঠিয়েছেন। ব্যারিস্টার বেলায়েত হোসেন বলেন, যদি নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন কার্যক্রম চালিয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
রিট পিটিশনের একজন রিটকারি শামসুল আলম শ্রাবণ জানিয়েছেন, তারা তাদের ভোটাধিকারের জন্য লড়াই করছেন। জেলা জজ আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে তারা উচ্চ আদালতে গিয়েছিলেন, যেখানে তাদের পক্ষে সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নির্বাচন পরিচালনা কমিটির কিছু সদস্য আদালতের আদেশ অমান্য করে নির্বাচনী কার্যক্রম চালানোর চেষ্টা করছেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নূরুল ইসলাম জানিয়েছেন, হাই কোর্টের আদেশ পাওয়ার আগে তারা নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন। পরে সার্টিফিকেট পাওয়ার পর, কিছু সদস্য তা ‘ফেক’ বলে দাবি করেন।
এদিকে, ভোটাধিকারবঞ্চিত সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন যে, ৬ এপ্রিল কক্সবাজার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা জানান, নির্বাচন প্রক্রিয়া অবৈধ হলে তা প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোটাধিকারবঞ্চিত সদস্য শামসুল আলম শ্রাবণ, এসকে সেলিম, কামরুল হাসান মিনার, রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, জেলা ও দায়রা জজ আদালত নাছির উদ্দিন নোমানসহ ১০ সদস্যের মামলাটি খারিজ করার পর উচ্চ আদালতে রিট হলেও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ বিষয়ে ভোটাধিকারবঞ্চিত সদস্যরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta