মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালককে অপহরণ করে হত্যাচেষ্টা
ভোলার চরফ্যাশনে মামলা সংক্রান্ত বিরোধের কারণে রাস্তা থেকে অপহরণ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক নিজাম উদ্দিন (৩৫) কে ১০ কিলোমিটার দূরের একটি চিতায় নিয়ে গিয়ে মারধরের পর হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে দুলারহাট ঈদগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন ফয়েজের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে দুলারহাট ঈদগাঁও মাঠের কাছ থেকে তুলে নিয়ে জিন্নাগর ইউনিয়নের দাসকান্দি গ্রামে একটি চিতার মধ্যে মারধর করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার পর, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন নিজাম উদ্দিন জানান, গত ৫ মার্চ দুলারহাট কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন ফয়েজ মসজিদের মুসল্লিদের উসকে দিয়ে রাতের অন্ধকারে তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেন। তখন তার স্ত্রী ও ভাই নুরুল আমিন শাহ বাদী হয়ে ইমতিয়াজসহ ৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। মামলার পর ইমতিয়াজ ও কিছু স্থানীয় প্রভাবশালী ক্ষিপ্ত হয়ে তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দিয়েছেন।
ঈদের ছুটিতে মঙ্গলবার নিজাম উদ্দিন বাড়ি ফিরছিলেন, এ সময় দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রাম সংলগ্ন ঈদগাহ মাঠে ইমতিয়াজ ও তার সহযোগীরা তাকে আটক করে চোখ বেঁধে বেদম মারধর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। প্রায় ৩০ মিনিট পর তিনি দেখতে পান, জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি গ্রামে একটি হিন্দু সম্প্রদায়ের চিতার ভিতরে তিনি পড়ে আছেন। অপহরণকারীরা তাকে একাধিকবার মারধর করে গলা চেপে হত্যার চেষ্টা করেন।
নিজাম আরও অভিযোগ করেন, উদ্ধারকাজের জন্য ৯৯৯ নম্বরে ফোন করলেও পুলিশ কোনো সাহায্য করেনি। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর ভাই নুরুল আমিন শাহ জানান, বাড়ি ভাঙচুরের ঘটনায় তারা দুটি মামলা করায় ইমতিয়াজ তাদের ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং তার ভাইকে অপহরণ করে হত্যার চেষ্টা করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে ইমতিয়াজ হোসেন ফয়েজসহ তার বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানান।
দুলারহাট ঈদগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন ফয়েজ দাবি করেন, তারা কোনো ভুলবশত তার বিরুদ্ধে মামলা করেছে এবং অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা সঠিক নয়।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ ইফতেখার জানান, এই বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta