ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেছেন ফজলুর রহমান
জাতীয় নির্বাচনের জন্য ছয় মাসের মধ্যে ভোট চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, ‘যে পোস্টারে ধানের শীষ মার্কা থাকবে, তা ৮০ শতাংশ ভোট পাবে। আর অন্য কিছু সিট কিছুটা ভাগ পেতে পারে। এজন্য আমি ভোট চাই।’
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ঈদ পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, ‘তারা দুই সাপের মতো, এক বিষ নৌকা আর ধানের শীষ। কিন্তু নৌকা আর ধানের শীষ এক নয়। হাসিনা আর খালেদা জিয়া এক নয়। তাই আমি বলছি, নির্বাচন দিন। যে জয়ী হবে, আমরা তাকে দেশব্যাপী গ্রহণ করবো। ইয়াহিয়া খান নির্বাচনের রায় মেনে নেয়নি। শেখ মুজিব পাকিস্তানে বেশি ভোট পেয়েও ক্ষমতা পাননি, যার ফলে ৩০ লাখ লোক প্রাণ হারিয়েছিল। গণতন্ত্রের রায় না মানার জন্য।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের দেশে গণতন্ত্র নেই। দেশে ধোঁয়াশা আর কুয়াশা চলছে। আমি তাই চাই একটি সুষ্ঠু ভোট। ছয় মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন চাই। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হোক, এই দেশে কে জনগণের প্রাপ্তি, এবং জনগণ কারে পাহারাদার হিসেবে রাখবে।’
এর আগে, দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেসময় তিনি বলেন, ‘ফজলুর রহমান যদি বেঁচে থাকেন, তাহলে বাংলাদেশে নির্বাচন করতে হবে।’
ফজলুর রহমান আরও বলেন, ‘আমাকে গুলি করে মেরে ফেলবে? আল্লাহ আমার পাশে আছেন। আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন, না চাইলে কিছুই করতে পারবে না। ৫০০ গুলি লাগলেও আমি বাঁচবো। আমি সত্য বলবো।’
তিনি বলেন, ‘আমি ভোট চাই না। যারা রাজাকারদের হাতে নেতৃত্ব দিতে চায়, আমি তাদের ভোট চাই না। আমি ভোট চাই তাদের কাছে যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশকে সম্মানের সঙ্গে দাঁড় করাতে চায়।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta