কিশোরগঞ্জের ইটনায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পূর্বের শত্রুতার কারণে মঙ্গলবার (১লা এপ্রিল) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি ডা. ফেরদৌস এবং বড়িবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। ১০-১৫ দিন আগে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ জন আহত হন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta