ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ
ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের মধ্যে চলমান জোটগত টানাপোড়েনের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়লেন। বার্তাসংস্থা আনাদোলু মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেন। এতে করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।
পদত্যাগের পর স্মোট্রিচ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরবেন। সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টির একজন আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আনাদোলু জানিয়েছে, নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে বিরোধের জেরেই অর্থমন্ত্রী স্মোট্রিচ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এক বিবৃতিতে রিলিজিয়াস জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের নেতা বেন-গভিরের বিরুদ্ধে স্মোট্রিচ, নেতানিয়াহু ও লিকুদ দলের মধ্যে হওয়া রাজনৈতিক চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে।
এই পদত্যাগের ঘটনা ইসরায়েলের কট্টর ডানপন্থী জোটের মধ্যে ক্রমবর্ধমান বিভেদকেই স্পষ্ট করে তুলেছে। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ পদ নিয়োগ এবং নীতিগত মতপার্থক্যের কারণে ক্ষমতাসীন জোটের মধ্যে টানাপোড়েন বেড়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta