গাজায় বড় একটি অঞ্চল ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা
ইসরায়েলি বাহিনী আবারও গাজায় ব্যাপক আক্রমণের পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য, গাজার জনগণকে তাদের বাসস্থল থেকে সরিয়ে নেওয়া এবং দখলকৃত অঞ্চলগুলোকে ইসরায়েলের অধীনে নিয়ে আসা।
বুধবার (ইসরায়েলের উগ্র ইহুদিবাদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী শিগগিরই গাজার আরও বিস্তৃত এলাকায় পূর্ণ সামরিক অভিযান চালাবে। এ অভিযানে বাসিন্দাদের তাদের স্থান থেকে সরিয়ে নেওয়া হবে এবং অঞ্চলগুলোকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশ হিসেবে যুক্ত করা হবে।
ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে দক্ষিণ গাজার রাফাহ এবং খান ইউনিস শহরের আশেপাশে বসবাসরত গাজা বাসিন্দাদের সরানোর জন্য সতর্কবার্তা দিয়েছে। তাদের আল-মাওয়াসি উপকূলীয় এলাকায় স্থানান্তরিত হতে বলা হয়েছে।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি সরকার গাজায় তীব্র বিমান হামলা শুরু করে। এরপর থেকে নতুন করে স্থল আক্রমণও চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই আক্রমণে গাজায় কমপক্ষে ৫০,৩৫৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক, বিশেষ করে নারী ও শিশু।
প্রকাশিত: | By Symul Kabir Pranta