এবার যশোরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে ধর্ষণের শিকার নারী
যশোরে এক নারীর ওপর ‘শয়তানের নিশ্বাস’ (এক প্রকার রাসায়নিক) ব্যবহার করে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ মার্চ) সকালে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনের ভিতরে এ ঘটনাটি ঘটেছে। এর পর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পেশায় রিকশাচালক, তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
যশোর সদর উপজেলার বাসিন্দা ওই নারীর মা থানায় মামলার বিবরণীতে জানান, তার মেয়ে ঝিকরগাছার একটি জুট মিলে কাজ করতেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে জুট মিল থেকে বেতনের টাকা আনার জন্য রওনা হন।
সকালে জুট মিল থেকে বের হওয়ার পর এক রিকশাচালককে বাড়ি যাওয়ার জন্য ঠিক করেন। রিকশায় উঠার পর ওই রিকশাচালক তার মেয়ের সামনে একটি রাসায়নিক বস্তু ধরিয়ে দেয়। এরপর থেকে তার মেয়ে রিকশাচালকের কথায় অটুট হয়ে যান এবং তার নির্দেশনা অনুসরণ করতে বাধ্য হন।
পরে ওই রিকশাচালক তাকে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এর পর পালিয়ে যান। এক পর্যায়ে মেয়ের মস্তিষ্ক স্বাভাবিক হলে তিনি ঘটনা খুলে বলেন। এর পর তার মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্ত রিকশাচালককে আটক করার চেষ্টা চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta