আজও ট্রেনে ঢাকা ত্যাগ করছে মানুষ।
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, যাত্রীরা ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। তবে যাত্রীদের তেমন ভিড় ছিল না।
আজ ঈদের দ্বিতীয় দিনে ৪৬টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। সকাল থেকে সিডিউল অনুযায়ী ট্রেনগুলি ছাড়ছে। অনেক যাত্রী ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে টিকিট সংগ্রহ করছেন। আজও স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয়েছে, যার ফলে কিছু যাত্রী সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমলাপুর স্টেশনে দায়িত্বে রয়েছেন। সন্দেহজনক যাত্রীদের তারা জিজ্ঞাসাবাদ করছেন। স্টেশনের সামনে সিএনজি অটোরিকশা বা গাড়ির লাইন দেখা গেলেও, সেখানে কোনো যানজট বা ভিড় ছিল না।
কমলাপুর স্টেশনের কুলি রফিকুল ইসলাম জানান, ঈদের পর যাত্রী সংখ্যা কম থাকে, তাই এখন রিল্যাক্স আছেন। গত কয়েকদিনে চাপ ছিল, তবে আজ যাত্রী সংখ্যা তুলনামূলক কম।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঈদের একদিন ছুটি ছিল, আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, এগারো সিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, অগ্নিবীণা ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে। ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা বেশ ভালো ছিল। একইভাবে, কয়েকটি ট্রেন ঢাকায় ফিরে এসেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta