গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে: নবীউল্লাহ নবী
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসঙ্গে থাকলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী শক্তি ও তাদের সমর্থকরা কোনো ষড়যন্ত্র করতে সক্ষম হবে না।’
সোমবার ঈদুল ফিতরের দিন রাজধানীর যাত্রাবাড়ীতে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। এ সময় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘পলাতক অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের সমর্থকদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরাচারকে উৎখাত করেছি, সেই ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের নিরাপত্তা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায়, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা দেশের অস্তিত্বকে সংকটে ফেলতে উঠে পড়বে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta