বুড়িচংয়ে ঘাস কাটতে গিয়ে গোমতী নদীতে ডুবে নিহত কৃষক!
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এতবারপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে গোমতী নদীতে ডুবে ৬০ বছর বয়সী কৃষক আবু ইউসুফের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বুড়িচং উপজেলার ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর দক্ষিণ পাড়ার আবু ইউসুফ এবং তার ভাই হুমায়ুন কবির গরুর জন্য ঘাস কাটতে গোমতী নদীর পাড়ে যান। একসময়, ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় আবু ইউসুফ পানিতে ডুবে নিখোঁজ হন। ভাই হুমায়ুন কবির অনেক খোঁজাখুঁজির পর মসজিদের মাইকে বিষয়টি জানালে গ্রামবাসী সাহায্যের জন্য এগিয়ে আসে। একদল যুবক নদীতে নেমে আবু ইউসুফের ঘাসের বস্তাটি উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হলে, নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা, বিশেষ করে আরিফসহ কয়েকজন জানান, এতবারপুর এলাকায় গোমতী নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গর্তে পড়ে গিয়ে আবু ইউসুফের মৃত্যু হয়েছে।
আবু ইউসুফের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে একনজর দেখতে গোমতীর দুই পাড়ে অসংখ্য মানুষ ভিড় করেছেন।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘গোমতী নদী থেকে আবু ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাস কাটতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও বুড়িচং থানা পুলিশ উদ্ধার কাজে সহায়তা করেছে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta