বুধবার, ২রা এপ্রিল ২০২৫

ব্যাটিংয়ে এনামুল, বোলিংয়ে রাকিবুল

ব্যাটিংয়ে এনামুল বোলিংয়ে রাকিবুল
ব্যাটিংয়ে এনামুল, বোলিংয়ে রাকিবুল

মোহামেডান ও শাইনপুকুরের মধ্যে সোমবার, ২৪ মার্চ বিকেএসপিতে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের ম্যাচে তামিম ইকবাল টস করতে মাঠে নামেন। টস শেষে তিনি মোহামেডানের সাজঘরে ফিরে যান, আর তারপরই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা! সাজঘরে ফিরে তামিমের হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় এবং এনজিওগ্রামে দেখা যায় হার্টের রক্তনালির একটি ব্লক। এরপর রিং পরানো হয়। ঈদের ছুটিতে প্রিমিয়ার ক্রিকেটের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ছিল এটি। তামিম এখন সুস্থ। মোহামেডান অবশ্য ওই ম্যাচে জয়লাভ করে।

৮ রাউন্ড খেলা শেষে ঈদের ছুটিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট বন্ধ থাকে। ১২ দলের প্রিমিয়ার ক্রিকেটের নবম রাউন্ড ৬ এপ্রিল থেকে শুরু হবে। ঈদের ছুটির আগে পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আবাহনী। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ১৪ পয়েন্ট। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান ১২ পয়েন্ট নিয়ে রানরেটে ২ ও ৩ নম্বরে অবস্থান করছে। প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক ১০ পয়েন্ট নিয়ে রানরেটে ৪ ও ৫ নম্বরে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে ছয় ও সাত নম্বরে রয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাব। ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ধানমন্ডি ক্লাব এবং ৫, ৪, ৩ ও ২ পয়েন্ট নিয়ে ৯, ১০, ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং, রূপগঞ্জ টাইগার্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ব্রাদার্স, পারটেক্স, রূপগঞ্জ টাইগার্স ও শাইনপুকুর রেলিগেশন লিগে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল খেলবে প্রিমিয়ার লিগের সুপার লিগ। এখনো তিনটি ম্যাচ বাকি আছে। ১৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। তাদের সুপার লিগ নিশ্চিত হয়েছে। গাজী ক্রিকেটার্স, মোহামেডান, প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক ও লেজেন্ডস অব রূপগঞ্জ বাকি পাঁচ দলের মধ্যে চারটি খেলবে সুপার সিক্স।

অষ্টম রাউন্ড শেষে কোনো দল অপরাজিত নেই। আবাহনী দুরন্ত ক্রিকেট খেলছে। তাদের একমাত্র হার অগ্রণী ব্যাংকের বিপক্ষে, কিন্তু তারপর থেকে তারা টানা সাত ম্যাচ জিতেছে। এবারের লিগে প্রথমবারের মতো একটি ম্যাচে ৪০০ রান করা হয়েছে। প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রান করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। মোহাম্মদ নাইম শেখ ১২৫ বলের মধ্যে ১৮ চার ও ৮ ছক্কায় ১৭৬ রান করেন। এটি প্রিমিয়ার ক্রিকেটের সর্বোচ্চ দলগত স্কোর। নাইমের স্কোরও ব্যক্তিগত সর্বোচ্চ। এখন পর্যন্ত ৩০০ ঊর্ধ্ব রান হয়েছে ৯টি এবং সেঞ্চুরি ২৩টি।

অষ্টম রাউন্ড পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন এনামুল বিজয়। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল ৮ ম্যাচে ৮৮.৩৩ গড়ে ৫৩০ রান করেছেন। নাইমের রান ৪৯১, ইমরুলের ৪৩০, পারভেজ ইমনের ৪১৩ এবং সোহানের ৪০১ রান রয়েছে। তামিম ৭ ইনিংসে ৩৬৮ রান করেছেন।

৮ ম্যাচ শেষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৭। মোহামেডানের বাঁহাতি স্পিনার তাইজুল ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন। তিনজন বোলার এক ম্যাচে ৫ উইকেট করে নিয়েছেন। সেরা বোলিং স্পেল ছিল মাহফুজুর রহমান রাব্বির, ৯-২-১৮-৫। সামিউল বশিরের স্পেল ছিল ১০-৩-২৭-৫ এবং আল আমিনের স্পেল ১০-০-৫০-৫।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 যশোরে বাঁশের সাঁকো থেকে পড়ে image

যশোরে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু ঘটে।

 দুই দিনেও বাঁধ নির্মাণ শেষ হয়নি image

দুই দিনেও বাঁধ নির্মাণ শেষ হয়নি, ডুবে গেছে একের পর এক গ্রাম।

 বুড়িচংয়ে ছাত্রদলের কার্যালয়ে image

বুড়িচংয়ে ছাত্রদলের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর; ১২ নেতার

 কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের image

কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের নির্বাচন কার্যক্রম স্থগিত

 অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে image

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ ১১৮ জন আরও

 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ফোরলেন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

 নাটোরে মেধাবী শিক্ষার্থীদের image

নাটোরে মেধাবী শিক্ষার্থীদের সম্মিলন অনুষ্ঠান

 ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা image

১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত

 শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত image

শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন

 কুড়িগ্রামে অনন্য আয়োজনে ঈদ image

কুড়িগ্রামে অনন্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা

 প্রেমিকাকে ভিডিও কলে রেখে image

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা করেছে

 শুক্রবার থেকে ঢাকাসহ যেসব বিভাগে image

শুক্রবার থেকে ঢাকাসহ যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা