বার্নাব্যুতে ৮ গোলের চরম লড়াইয়ের পর ফাইনালে রিয়াল
সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে স্কোরলাইন ছিল ০-১, ১-১, ১-৩ থেকে ৩-৩, ৩-৪ এবং শেষমেশ ৪-৪। নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে চলে যায়, তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ফাইনালে জায়গা করে নেয়।
প্রথম লেগে সোসিয়েদাদকে ১-০ গোলে পরাজিত করার পর রিয়াল তাদের ফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছিল। মঙ্গলবার রাতে তারা ৫-৪ অ্যাগ্রিগেট স্কোরে ফাইনাল নিশ্চিত করেছে।
ফাইনাল নিশ্চিত করতে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে সোসিয়েদাদকে আতিথ্য দিয়েছে। স্বাগতিক রিয়ালের জন্য একটি ড্র যথেষ্ট ছিল, অন্যদিকে সোসিয়েদাদকে ২ গোল করে জেতার প্রয়োজন ছিল। প্রথম লেগে রিয়াল শক্তিশালী লড়াইয়ের পর, সোসিয়েদাদ দ্বিতীয় লেগে কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে আক্রমণভাগে তারা ছিল আরও তীক্ষ্ণ।
রিয়াল ২৬টি শট থেকে ১০টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, অপরদিকে সোসিয়েদাদ ১১টি শট থেকে ৫টি লক্ষ্যে শট করতে সক্ষম হয়। তাদের পক্ষে ডেভিড আলাবার আত্মঘাতী গোল ছাড়াও আন্দের বাররেনেচিয়া একটি এবং মিকেল ওয়ারজাবাল দুইটি গোল করেন।
১৬ মিনিটে সোসিয়েদাদ দুর্দান্ত একটি প্রতি-আক্রমণে রিয়ালকে স্তব্ধ করে দেয়। পাবলো মারিনের হেড পাস থেকে আন্দ্রি লুনিনকে পরাস্ত করেন বারেনেচিয়া।
৩০ মিনিটে রিয়াল মাদ্রিদকে জাগিয়ে তোলেন এন্দ্রিক। ভিনিসিউসের দুর্দান্ত থ্রু পাস থেকে ডি-বক্সে ঢুকে চিপ শটে গোল করেন তরুণ ফরোয়ার্ড।
এন্দ্রিক লা লিগায় নিয়মিত না হলেও কোপা দেল রেতে নিয়মিত প্রথম একাদশে থাকে এবং কোচের আস্থার মর্যাদা দিয়ে গোল করছেন। তার মোট ৫টি গোল, যা তাকে আসরের শীর্ষ গোলদাতাদের মধ্যে স্থান দিয়েছে।
বিরতির পর ৬১ মিনিটে বেলিংহ্যামের একটি শক্তিশালী শট গোলরক্ষক রুখে দেন।
৫ মিনিট পর এন্দ্রিকের বদলে কিলিয়ান এমবাপেকে নামানো হয়, তবে রিয়াল এক পিচ্ছিল আত্মঘাতী গোল খেয়ে ফেলল।
মারিনের পাস ডি-বক্সে এসে আলাবার পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়।
৮০ মিনিটে আবার দুর্ভাগ্য রিয়ালের দিকে আসে। মিকেল ওয়েয়ারসাবালের শট আলাবার পায়ে লেগে গোল হয়ে যায়।
তবে রিয়াল আবার ঘুরে দাঁড়ায়। ৮২ মিনিটে বেলিংহ্যাম ভিনিসিউসের পাস থেকে গোল করে ব্যবধান কমান। তিন মিনিট পর ভিনিসিউসের শট গোলরক্ষককে কাটিয়ে বাইরে চলে যায়। কর্নারে গিয়ে রদ্রিগোর পাস থেকে চুয়ামেনি গোল করেন।
খেলা শেষ হতে আরও নাটকীয়তা ছিল। যোগ করা সময়ে ওয়েয়ারসাবাল দুর্দান্ত হেডে গোল করে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যান।
অতিরিক্ত সময়ে রিয়াল আক্রমণ করে, ভিনিসিউস এবং এমবাপে লক্ষ্যভ্রষ্ট শট করেন।
১১৫ মিনিটে রুডিগার আর্দা গিলেরের কর্নার থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন।
ফিরতি লেগ ৪-৪ ড্র হওয়ায় প্রথম লেগের ১-০ জয় দিয়েই রিয়াল ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে। সেমিফাইনালের প্রথম লেগ ৪-৪ ড্র হওয়ায়, ফিরতি লেগ আজ রাতে অনুষ্ঠিত হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta