যে কৌশলে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় জ্যোতি
বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। বাছাইপর্বের চ্যালেঞ্জ উতরে বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্স ও বোলারদের মিতব্যয়ী বোলিংকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের নিয়মিত খেলা হয়।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুলনামূলকভাবে কম খেললেও, সম্প্রতি আমরা তাদের বিপক্ষে একটি সিরিজ খেলেছি। তবে তার আগে আমাদের থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে।’
সাফল্যের জন্য ব্যাটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে জ্যোতি বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই যদি ভালো ছন্দ তৈরি করতে পারি, তাহলে সুবিধা হবে। আমাদের ব্যাটিং ভালো করলে দলের জন্য ইতিবাচক প্রভাব পড়বে।
পাকিস্তানের পিচ ব্যাটিং সহায়ক, তবে আমাদের বোলাররা সবসময়ই দারুণ পারফর্ম করে। তারা ব্যাটারদের ব্যাকআপ দেয়, তাই আমাদের লক্ষ্য থাকবে ব্যাটিং উইকেটে আরও ভালো করা।’
বাংলাদেশের বোলিং ইউনিটের প্রশংসা করলেও, বিদেশি কন্ডিশনে কৌশলের ব্যাপারে জ্যোতি বলেন, ‘সাম্প্রতিক বিদেশি সিরিজগুলোতে আমাদের বোলাররা ভালো করেছে। ভালো উইকেটে কেমন বোলিং করতে হবে, তা নিয়ে আমাদের পরিকল্পনা আছে।
এসব উইকেটে অত বেশি টার্ন পাওয়া যায় না, যেখানে আমাদের দেশের মাঠ সাধারণত স্পিন সহায়ক। দেশের উইকেটে সঠিক জায়গায় বল ফেললেই উইকেট পাওয়া যায়, তবে বাইরের কন্ডিশনে উইকেট নিতে বাড়তি পরিশ্রম করতে হয়। বোলারদের বলেছি, যেন উইকেটের পেছনে ছুটে না গিয়ে ইকোনমিক্যাল বোলিংয়ে মনোযোগ দেয়।’
উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে ছয় দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
এখান থেকে সেরা দুই দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ১০ এপ্রিল বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে জ্যোতির দল। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta