তাদের পুনর্বাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১/১১-এর ফলে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রূপ নেয়। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
গতকাল রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে নাহিদ বলেন, এই নতুন রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের ফসল। ১/১১-এর পুনরাবৃত্তি বাংলাদেশে আর কখনো হতে দেওয়া হবে না। এ দেশে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের সময়ে প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কোনো সামরিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, তাদের হাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কাজ চলছে। দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের অনুসারীরা সক্রিয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta