বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, ১০৮ হেক্টর জমির ওপর অবস্থিত স্মৃতিসৌধকে পরিষ্কার করে সুন্দরভাবে সাজানো হয়েছে। সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধের চারপাশের সবুজ চত্বর এখন নানা রঙের ফুলে সাজানো।
স্বাধীনতা দিবসে দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবে বীর শহীদরা, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। চলছে রং ও সিসিটিভি স্থাপনসহ অন্যান্য কাজ। গত সোমবার থেকে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা হয়েছে।
গণপূর্ত বিভাগ জানায়, প্রায় ১০০ পরিচ্ছন্নতাকর্মী পুরো স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার করে চকচক করা অবস্থায় প্রস্তুত করেছেন। সৌধচূড়া থেকে হাঁটার পথ পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। শোভাবর্ধনের জন্য গাছগুলো ছেঁটে সাজানো হয়েছে এবং বাহারি ফুলের টব বসানো হয়েছে। লেকগুলো পরিষ্কার করা হয়েছে এবং সেখানে রক্তিম শাপলা লাগানো হয়েছে। সাদা শুভ্রতায় সৌধ এলাকা ফুটিয়ে তোলা হয়েছে এবং আলোকসজ্জা সম্পন্ন হয়েছে।
ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।
ভোরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ অন্যান্য নাগরিকরা শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে।
পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করবেন। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও নজরদারি করবেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন।
পরিছন্নতাকর্মীরা জানান, ২৬ মার্চের জন্য তারা কাজ করছেন, এবং সবাই এখানে শ্রদ্ধা জানাতে আসবেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সাভার জাতীয় স্মৃতিসৌধকে সকল শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta