মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন ধরনের সঠিক এবং পরিপূর্ণ আওয়ামী লীগ নেই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনও অতি বিশুদ্ধ দল নয়। তাই আওয়ামী লীগের বিষয়ে কোনোরকম ছাড় দেয়া হবে না। তিনি গতকাল ঢাকার ফকিরাপুলে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে জুলাই শহীদদের স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন।
মাহফুজ আলম আরও বলেন, অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা না হলে শত্রুরা সুযোগ পাবে না এবং আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতায় আসতে পারবে না। তিনি জানান, সংস্কার ও বিচার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না। মাহফুজ আরও বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী বিদেশি সংস্থা, যা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হয়। দলমত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন এবং সংস্কারকে একে অপরের বিরোধী হিসেবে দাঁড় করানো উচিত নয়। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এর আগেই বিচার ও সংস্কার দৃশ্যমান হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta