‘জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে’
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, আমরা একটি সংকটময় সময় পার করছি। একটি গোষ্ঠী সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়বো। ছাত্র সমাজের একতা অপরিহার্য।
আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জবি ছাত্রদলের অবদান অনেক বড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের কেন্দ্রবিন্দু। সংকটকালীন সময়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সবসময় স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জবি ছাত্রলীগের বিরোধিতা বিচার করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত ১৫ বছর ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, তাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভূমিকা অপরিসীম। অন্যান্য ইউনিটের তুলনায় জবি ছাত্রদল অনেক শক্তিশালী।
ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতানেতা, গুম ও নিহত হওয়া ছাত্রনেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta