শনিবার, ২২রা মার্চ ২০২৫

কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন দেওয়ার প্রস্তাব, যা সামনে এলো

কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন দেওয়ার প্রস্তাব, যা সামনে এলো - শিক্ষা
কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন দেওয়ার প্রস্তাব, যা সামনে এলো

কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়ন উদ্দেশ্যে, মাদরাসায় কর্মরত শিক্ষকদের জন্য তিনটি গ্রেডে বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদরাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কওমি মাদরাসার উন্নয়নের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু উন্নতি চাই। সরকারের অনুমোদন পেলে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত খসড়া তৈরি করা হবে।’

প্রস্তাবনার মধ্যে, কওমি মাদরাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৫০০ বা তার অধিক শিক্ষার্থী থাকা এবং ২৫ বছরেরও পুরনো কওমি মাদরাসাগুলোকে গ্রেড-১ এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

৩০০ বা তার বেশি শিক্ষার্থী এবং ১৫ বছর বা তার বেশি সময় আগে প্রতিষ্ঠিত মাদরাসাগুলো গ্রেড-২, ১০০ বা তার বেশি শিক্ষার্থী এবং পাঁচ বছর বা তার বেশি সময় আগে প্রতিষ্ঠিত মাদরাসাগুলো গ্রেড-৩ এবং অন্যান্য মাদরাসাগুলোকে গ্রেড-৪ এর আওতায় রাখার প্রস্তাব দেয়া হয়েছে।

কওমি মাদরাসাগুলোকে সরকারি গ্রেডভিত্তিক মাসিক সম্মানী দেওয়ার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেড-১ এর মাদরাসা প্রধানদের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে সাত হাজার টাকা সম্মানি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, গ্রেড-২ এর মাদরাসা প্রধানদের জন্য ৮ হাজার টাকা, এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য ৫ হাজার টাকা, গ্রেড-৩ এর মাদরাসা প্রধানদের জন্য ৫ হাজার টাকা, এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য ৩ হাজার টাকা সম্মানি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এটি উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ‘কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-৩৫’ এ সম্প্রতি এই প্রস্তাবটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার অনুমোদন দিলে, তা বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু করা হবে।

শাকিল/সাএ

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 জিয়া সাইবার ফোর্স যশোর শাখার যুগ্ম image

জিয়া সাইবার ফোর্স যশোর শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন ফাহাদ

 জাতীয় পার্টির বিচার চায় লেবার image

জাতীয় পার্টির বিচার চায় লেবার পার্টি

 ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা image

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি মহিলা জামায়াতের

 হাসনাত আবদুল্লাহর কিছু হলে, ঘরে ঘরে image

হাসনাত আবদুল্লাহর কিছু হলে, ঘরে ঘরে জ্বলবে আগুন

 মহানবীর আদর্শ অনুসরণ ছাড়া পার্থিব image

মহানবীর আদর্শ অনুসরণ ছাড়া পার্থিব জীবন ও পরকালের মুক্তি অর্জন সম্ভব নয়।

 সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস image

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

 পাবনায় পিতাকে ছেলের কুড়ালের image

পাবনায় পিতাকে ছেলের কুড়ালের আঘাতে হত্যা

 বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর image

বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর বেঁচে নেই।

 নালিতাবাড়ীতে মৃত বন্যহাতির image

নালিতাবাড়ীতে মৃত বন্যহাতির প্রতিশোধে রাতভর তাণ্ডব

 সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া image

সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসাথে পরিচালিত হতে পারে।

 গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ image

গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জার্মানি

 প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা image

প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন।