গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা এবং স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন। বক্তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। ক্যাম্পাসের পাশের শেখপাড়া মসজিদের মুসল্লিরাও এই সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা ইসরাইলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব মুসলিমদের নিঃশব্দতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক মুসল্লি নুরুজ্জামান বলেন, "ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, অথচ মুসলিম নেতারা নির্বিকার! আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।"
ইবি শাখা শিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, "ইসরাইলের হামলা তাদের শেষের শুরু। ইতিহাস প্রমাণিত, যে শক্তি মুসলমানদের ওপর অন্যায়ভাবে হামলা করেছে, তাদের পতন অবশ্যম্ভাবী।"
খেলাফতে ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ বলেন, "যুদ্ধবিরতির সময়েও ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়েছে, যা মানবিকতার বিপরীত। যদি ওআইসি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তাদের নাম পরিবর্তন করা উচিত।"
সমাবেশে আরও বক্তব্য দেন- ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্যরা। তারা ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং ফিলিস্তিনের প্রতি বিশ্ব মুসলিম নেতাদের সহানুভূতি প্রকাশের আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরাইলের হামলার তীব্র প্রতিবাদ জানান।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta