ঢাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি নিয়ে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ নামক সংগঠনটি বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের এই বাংলায় কোন স্থান নেই’ সহ নানা স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তাদের অবিলম্বে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা উচিত।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেইজে আওয়ামী লীগ নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজকেও একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেয়ার পর আমার কী হবে, জানি না। নানামুখী চাপের মুখে হয়তো বিপদে পড়তে হতে পারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোন আপস নয়।’
তিনি আরো লিখেন, কিছুদিন আগে আমি বলেছিলাম, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি ষড়যন্ত্র নিয়ে পরিকল্পনা চলছে, যা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমিসহ দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে ১১ মার্চ দুপুর আড়াইটায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়, যাতে আসন সমঝতার বিনিময়ে আমাদের প্রস্তাব মেনে নিতে বলা হয়।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta