ফিলিস্তিনে গণহত্যা ও মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিমদের উপর নিপীড়ন নিয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বরগুনা শহরে তারা বিক্ষোভ মিছিল বের করে এবং সদরঘাট মসজিদ চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার প্রধান উপদেষ্টা কেওড়াবুনিয়া পীর সাহেব মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, ইসলামী ছাত্র আন্দোলন বরগুনা শাখার সভাপতি আবু নাইম আনসারী, সহ-সভাপতি এম মাহাদী হাসান আল হাদী, সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুর রহমান।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta