আ. লীগ নিষিদ্ধের দাবি তুলে জবিতে বিক্ষোভ মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটের ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সমাবেশে অংশ নেন।
সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে, তা আর হবে না। কেন হবে না? আমরা কি বিপ্লবীরা মরে গেছি? যারা জুলাইয়ের বিপ্লবে আমাদের ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করেছিল, তাদেরকে রাজনীতি করার সুযোগ আমরা দেব না। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজারো মায়ের বুক খালি হয়ে আজকের বাংলাদেশে আমরা বাস করছি। যারা আমাদের ভাইদের রক্তে হাত রঞ্জিত করেছে, তাদের রাজনীতি করতে দেব না। ঘুম, খুন ও সন্ত্রাসের রাজনীতি যেন আর ফিরে না আসে, তা আমরা চাই না। ইন্টারিম সরকারকে সতর্ক করে বলছি, ভুলে যাবেন না, আপনাদের ক্ষমতার চেয়ার আমাদের ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। রক্তের সঙ্গে বেইমানি করবেন না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু। যারা আওয়ামী লীগের পক্ষ নেবে, তারা আমাদের শত্রু হিসেবেই গণ্য হবে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta