বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজি) আসনের প্রাক্তন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ উপার্জন সংক্রান্ত দুটি মামলা করেছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে, দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে ফেনী জেলার বিশেষ জজ আদালতে দুটি মামলা দায়ের করেন। মামলার ব্যাপারে নিশ্চিত করেছেন দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক মো. ইদ্রিস।
মামলাগুলোর মধ্যে, আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে ৭৪ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৭৫৭ টাকা এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারের তথ্যানুযায়ী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। ২৩ বছর পর ২০০৯ সালে তিনি যুগ্ম সচিব পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে নানা অনিয়মে যুক্ত হন। ২০২৪ সালে তিনি ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি বিভিন্ন স্থানে মোট ১২৬টি দলিলের মাধ্যমে পাঁচটি ফ্ল্যাট, দুটি প্লটসহ মোট ৩৯ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৬০৫ টাকার স্থাবর সম্পত্তি ক্রয় করেন। এছাড়া তার নামে ১৪টি ব্যাংক একাউন্টে ৮ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১০৮ টাকা জমা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ডা. জাহানারা আরজু ফ্ল্যাট, প্লট ও জমি সহ মোট ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এ বিষয়ে, দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক মো. ইদ্রিস জানান, দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ ও সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান তাদের তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে মামলা দুটি দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন সার্ভিসে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে কাজ শুরু করেন এবং ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার এপিএস হিসেবে কাজ করেন, যা ২০০৮ সাল পর্যন্ত চলেছিল।
তার স্ত্রী ডা. জাহানারা আরজু, ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা এলাকার মো. আবু তাহের চৌধুরীর কন্যা। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক।
বিডি প্রতিদিন/মুসা
প্রকাশিত: | By Symul Kabir Pranta