মহেশপুর সীমান্তে ভারত প্রবেশের সময় ২৪ বাংলাদেশি আটক
নির্বাচনের তারিখ পরিবর্তন করার কোন ভিত্তি নেই এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকার নির্বাচন নির্ধারিত সময়েই আয়োজন করবে। কোন দাবি বা চাপের মুখে নির্বাচনের তারিখ পেছানোর পরিকল্পনা নেই।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু।
আইসিজির প্রতিনিধিদলটির সঙ্গে ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি সীমিত সংস্কারের দাবি করে, তবে নির্বাচন ডিসেম্বরেই হবে। আর যদি বৃহত্তর সংস্কারের প্রয়োজন হয়, তবে নির্বাচন পরবর্তী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
এ সময় আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করেন ড. ইউনূস।
তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা সরকারের নেই। যেসব নেতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচার বাংলাদেশের আদালতেই হবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, জাতিসংঘের তথ্য-উদ্ধার মিশনের প্রতিবেদনে জুলাইয়ের বিদ্রোহে সংঘটিত অপরাধের বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এটি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে।
ঐকমত্য কমিশন বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের চার্টার চূড়ান্ত করা হবে এবং স্বাক্ষরের মাধ্যমে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
অধ্যাপক ইউনূস বলেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহে কাজ করছে এবং আসন্ন বিশেষ জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।
আলোচনার শেষ পর্বে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়। তবে বাংলাদেশবিরোধী প্রচারণার মূল উৎস ভারতীয় গণমাধ্যম।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta