ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর
চলতি মার্চ মাসের শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এই উপলক্ষে সরকারি ছুটি ৯ দিন বাড়ানো হয়েছে। অনেক শহরবাসী এই সময়ে বাড়ি ফিরবেন। ঈদযাত্রায় কেমন আবহাওয়া থাকবে? ঈদের দিন কি বৃষ্টি হবে, নাকি তাপমাত্রা বাড়বে? কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম বা বৃষ্টি হলে ঘরমুখো মানুষের যাত্রা কষ্টকর হয়ে উঠবে। আবার, ঈদের দিনে বৃষ্টি হলে নামাজ পড়তে বা ঈদের আনন্দে ঘুরতে বের হলে বিপদে পড়তে হবে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ২৩ মার্চের পর থেকে গরম অনুভূত হবে।
ঈদের দিনও গরম থাকতে পারে বলে তিনি জানিয়েছেন, তখন তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে, বৃষ্টির সময় তাপমাত্রা অতটা বাড়বে না, কিন্তু গরমের অনুভূতি থাকবে।
এখন মার্চ মাসের শেষ সময়, বসন্তের ঋতু শেষ হয়ে কালবৈশাখী আসছে। এই বছর বাংলাদেশে ঈদ হবে এপ্রিলের প্রথম সপ্তাহে, যা বছরের সবচেয়ে উষ্ণ মাস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, কালবৈশাখী বৃষ্টি ও গরমের প্রকৃতি এমনই। হঠাৎ ঝড়ও হতে পারে।
কালবৈশাখী হওয়ার আগে কতো সময় পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, এটি ঘটার ৩০ মিনিট আগে আমাদের পক্ষে পূর্বাভাস দেওয়া সম্ভব।
এদিকে, আজ ২০ মার্চ সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখে ৫ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মানে হল, ২৯ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হবে। কিন্তু ২৮ মার্চ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং শবে কদরের ছুটিও একই দিন হওয়ায়, কার্যত ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।
পূর্বঘোষণা অনুযায়ী, ৩ এপ্রিল অফিস খোলার কথা ছিল, তবে ৩ এপ্রিলও ছুটি থাকছে, ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta