ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর পরিবারে সহায়তা প্রদান করছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পটুয়াখালী সদর হাসপাতালে গিয়ে জুলাই বিপ্লবে নিহত শহীদের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
হাসপাতালে গিয়ে তিনি ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং তার পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে সাহায্য ও সমর্থন প্রদান করার আশ্বাস দেন।
পরে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম পালাতক আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দ্রুত বিচার চালানোর আহ্বান জানান।
নাহিদ ইসলামের সফর সঙ্গী ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, এবং গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।
গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত পিতার কবর জিয়ারত শেষে ভুক্তভোগী কিশোরী তার নানা বাড়ি যাচ্ছিলেন। এই সময় একই এলাকার মুন্সিবাড়ির কাছে পৌঁছালে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সী (২০) তাকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে, ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এদিকে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, "যে দলেরই হোক অপরাধী অপরাধীই, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta