ঈদের ছুটির আনন্দে ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়
অপেক্ষার শেষ! রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে ঈদ-উল-ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে টানা ১৪ দিনের ছুটি।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রমজান-২০২৫ এর শেষ ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। একই সময় প্রশাসনিক দপ্তরগুলোও বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা ও নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ-উল-ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর এবং জুমাতুল বিদা উপলক্ষে এই দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে।
ছুটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের নানা কোণে ব্যাগ গোছানোর ব্যস্ততা, বন্ধুদের সঙ্গে শেষ মুহূর্তের আড্ডা এবং বাড়ি ফেরার উচ্ছ্বাসে মুখর পরিবেশ তৈরি হয়েছে। ছুটির আগে ক্যাম্পাসের হল ও ডরমিটরিগুলোতেও একই দৃশ্য—সবাই পরিবারের কাছে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত।
এবারের ছুটি শুধু উৎসবের নয়, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এক দারুণ উপলক্ষ। শিক্ষার্থীরা এখন আনন্দচিত্তে বাড়ির পথে রওনা হতে প্রস্তুত!
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta