কিশোরগঞ্জে ভাঙারি দোকানে পাওয়া গেল মর্টারশেল
কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙারির দোকান থেকে মর্টারশেল পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে এবং ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট আসার পর এটি নিষ্ক্রিয় করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার টুটুল এন্টারপ্রাইজ নামের ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
দোকান মালিক টুটুল মিয়া অন্যান্য ভাঙারি সামগ্রীর মধ্যে একটি সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দোকানটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনীর সদস্যরা এসে নিশ্চিত করেন যে উদ্ধার করা বস্তুটি একটি মর্টারশেল।
পরে সেটি বালু ভর্তি একটি বালতিতে রাখা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘নিরাপত্তার কারণে সেনাবাহিনী দোকানটি তালাবদ্ধ করে রেখেছে। ইতোমধ্যে ঢাকায় বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।’
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহালক্করের সঙ্গে অজান্তেই এটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে। পুলিশ দোকানে লোহালক্কর সরবরাহকারীদের তালিকা সংগ্রহ করেছে এবং বিষয়টি তদন্ত করছে।’
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta