বেইজিং ঘোষণা কার্যকর করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বেইজিং ঘোষণা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি আরও শক্তিশালী অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নারীরা যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে নতুন প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথা বলেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডাব্লিউ৬৯) এর ঊনবিংশ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শারমীন এস মুরশিদ নারীদের ভূমিকা তুলে ধরেন, যারা ঐতিহাসিকভাবে স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই বিদ্রোহে নারীরা সামনের সারিতে ছিল, যেখানে তরুণ বিপ্লবীদের মধ্যে ৬৫ শতাংশ ছিল নারী।’
তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নেয় এবং বাংলাদেশের লিঙ্গসমতা পরিস্থিতিতে পরিবর্তন আসে।
তিনি বলেন, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমবারের মতো, লিঙ্গ বৈষম্য নিরসনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধকে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, দেশের প্রান্তিক পর্যায়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত সহায়তা প্রদানে ‘কুইক রেসপন্স টিম’ চালু করা হয়েছে।
তার বক্তব্যে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিডও অনুচ্ছেদ ১৩ (ধ), ১৬.১ (ভ) এবং ১৬.১ (প) এর সংরক্ষণ প্রত্যাহারের গুরুত্ব তুলে ধরেন।
সিএসডাব্লিউ৬৯ অধিবেশনের অংশ হিসেবে, উপদেষ্টা ‘জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় উদ্যোগ: এসডিজি অর্জনে বেইজিং প্ল্যাটফর্ম বাস্তবায়ন, পুনর্গঠন এবং ত্বরান্বিত করা’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন।
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া, তিনি চীন, সুইডেন, মেক্সিকো ও ফিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নারীর উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কেয়ার অর্থনীতির প্রসারে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
শারমীন এস মুরশিদ বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের যৌথ আয়োজনে ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও লিঙ্গ সমতার জন্য কেয়ার খাতে বিনিয়োগ’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তৃতা দেবেন, যেখানে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, ইউএন উইমেন, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
তিনি তুরস্ক ও তিউনিসিয়ার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ ১০ থেকে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত সিএসডাব্লিউ৬৯ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন। এই সফরে তিনি লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করবেন। -বাসস
প্রকাশিত: | By Symul Kabir Pranta