ফেসবুক ব্যবহারকারীদের জন্য আনন্দদায়ক খবর
ফেসবুক কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ সুযোগ ঘোষণা করেছে। এখন থেকে, পাবলিক স্টোরি দেখিয়ে আপনি আয় করতে পারবেন। এটি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে চালু করা হয়েছে।
ফেসবুক জানিয়েছে, নির্মাতারা তাদের ভিডিও, রিলস বা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেও আয় করতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে।
যেমন, যদি কেউ একটি রেসিপি ভিডিও তৈরি করে এবং সেটির কিছু অংশ স্টোরিতে শেয়ার করেন, তবে সেটি থেকেও আয় করার সুযোগ পাবেন।
ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, স্টোরির পেমেন্ট কনটেন্টের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের প্রয়োজন ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন।
বিশ্লেষকরা বলছেন, টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ফেসবুক নতুন আয়ের পথ তৈরি করতে চাইছে। মেটা ইতোমধ্যে নগদ বোনাস, কনটেন্ট চুক্তি এবং অন্যান্য সুবিধা দিয়ে নির্মাতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
ফেসবুক ক্রিয়েটরদের জন্য কী সুবিধা রয়েছে?
১/ ইনস্টাগ্রাম ও ফেসবুক উভয় প্ল্যাটফর্মেই কনটেন্ট মনিটাইজেশন সহজ হবে।
২/ স্টোরির মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পাওয়া যাবে।
৩/ কোনো অতিরিক্ত সেটআপ ছাড়াই এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। আশা করা হচ্ছে, ফেসবুকের এই নতুন উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের জন্য বড় একটি সুযোগ এনে দেবে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta