ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পশ্চিমা দেশগুলোর সরাসরি সমর্থনে ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যা ও ভারতের সরকারের সহায়তায় ভারতীয় মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলামি বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বাদ জুম'আ সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হেফাজতে ইসলামি বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর জামায়াতে ইসলামের আমির সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফসার আলী, হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মুফতী রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব আলী হাসান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা আলী আকবর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
এরপর দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta