রাজধানীতে অস্ত্র ও মাদকসহ ১৫ জন আটক
রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।
তারা জানায়, উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি পাম্প, চেয়ারম্যানটেক ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছুরি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা বলেন, ‘যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘ধারালো ছুরি, গাঁজা, ইয়াবা সহ ১৫ জনকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।’
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta