ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) দুপুর পৌনে ২টায় "আজাদ ফিলিস্তিন" ও ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল শুরু হয়ে হলপাড়া, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর ও রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এ সময় তারা 'ফ্রি ফ্রি, প্যালেস্টাইন'; 'ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রী'; 'ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ'; 'জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক'; 'ওয়ান টু থ্রি ফোর, অকুপেশন/জায়োনিজম নো মোর'- এমন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক ইমরান বলেন, "আমরা ফ্যাসিবাদ, উগ্র হিন্দুত্ববাদ এবং জায়োনিজমের বিরুদ্ধে লড়াই করছি। যারা আমেরিকার সাহায্যে ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান, আপনাদের এক হয়ে ফিলিস্তিন রক্ষায় সরব হতে হবে।"
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, "আওয়ামী লীগ ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিলো আমাদের উপর নজরদারি করার জন্য। এর হিসাব চাই। যারা আমাদের পাসপোর্ট থেকে 'এক্সেপ্ট ইসরায়েল' অপসারণ করেছে, তাদের বিচার হতে হবে। আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে ফিলিস্তিন স্বাধীন হোক।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, "বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার করছে, সেখানে ফিলিস্তিনের শিশু ও নারীরা মৃত্যুর শিকার হচ্ছে। সন্ত্রাসী ইসরায়েল বিনা নোটিশে মুসলিম ভাই-বোনদের হত্যা করছে। জাতিসংঘ, ইউনিসেফ, ওআইসি, আপনারা ফিলিস্তিনের গণহত্যা দেখতে পাচ্ছেন না? যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে আপনারা কেন কিছু বলছেন না?"
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta