টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান ভস্মীভূত
টাঙ্গাইলের দেলদুয়ারে একটি অগ্নিকাণ্ডে ২১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার উপজেলার লাউহাটি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করেন।
স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারের একটি তেলের দোকানের মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়। তৎক্ষণাৎ আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta