লিবিয়ায় কিশোর বিক্রির মামলা, মাদারীপুরে আটক ২
মাদারীপুরের ডাসার এলাকায় এক কিশোরকে লিবিয়ার অপরাধী চক্রের কাছে বিক্রির অভিযোগে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে দুই মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
ভুক্তভোগী লাকী আক্তার জানান, তার ছেলে সজীব মাতুব্বর (১৮) কে ইউরোপের ইতালিতে পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। পরে তাকে লিবিয়ার অপরাধী চক্রের কাছে হস্তান্তর করা হয়। এরপর দালাল চক্র নির্যাতন চালিয়ে ধাপে ধাপে ৩২ লাখ টাকা আদায় করে। কিন্তু টাকা দেওয়ার পরও তাকে মুক্ত করা হয়নি। এখন সে নিখোঁজ। আমি এই প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনের বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক দুই আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে শুক্রবার আটক করা হয়। পুলিশের দাবি, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইতালিতে পাঠানোর কথা বলে বহু যুবকের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন ভুক্তভোগী থানায় এসে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, "মানবপাচার দমন আইনে মামলা হলে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সুজন সরদার ও রিক্তা আক্তারকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta