লালবাগে স্ত্রীর হত্যার দায়ে স্বামী গ্রেফতার
রাজধানীর লালবাগ থানার আজিমপুরে স্ত্রীর হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার দাবি করছে, তার স্বামীই তাকে খুন করেছে। ঘটনার পর থেকে স্বামী সাগর পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি বহুতল ভবনের নবম তলায় এই হত্যাকাণ্ড ঘটে। রাত সোয়া বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাহিয়া তাসামিম (১৯) বিসি দাস স্ট্রিটের বাসিন্দা মো. তাজুল ইসলামের মেয়ে।
তাসামিমের বাবা তাজুল ইসলাম জানিয়েছেন, এক বছর আগে তাসামিম ও সাগরের বিয়ে হয়। পরবর্তীতে তাসামিম জানতে পারেন, তার স্বামী আগে অন্য এক মহিলাকে বিয়ে করেছিলেন, যার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে তাসামিম শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর গত মঙ্গলবার দুই পরিবার আলোচনায় বসে এবং তাজুল ইসলাম বলেন, যদি সমাধান না হয় তবে তারা বিচ্ছেদ করবেন।
তিনি আরও বলেন, "যাওয়ার আগে আমি মেয়ে, কাউকে দরজা খুলতে না বলেছি, কিন্তু সাগর দারোয়ানকে ডেকে দরজা খুলে ভেতরে চলে যায়। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখি মেয়ে রক্তাক্ত অবস্থায় খাটের পাশে পড়ে আছে, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমি বুঝতে পারি, সাগর তাকে মেরে পালিয়েছে।" পরবর্তীতে রাত সোয়া ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার ওসি ক্যশৈনু জানিয়েছেন, “ঘটনার দিন সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় আসেন। ভেতর থেকে দরজা না খুললে, তিনি দারোয়ানকে নিয়ে দরজার সামনে যান। পরে মেয়ে দরজা খুললে দারোয়ান চলে যায়। প্রায় ১৫ মিনিট পর তার স্বামী বাসা থেকে বেরিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে নিহতের বাবা বাসায় এসে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। দরজা খুলে তিনি মেয়ে মেঝেতে পড়ে থাকতে দেখেন, আর ফ্যানের সঙ্গে একটি ছেঁড়া ওড়না ঝুলছে।”
ওসি আরও বলেন, এ ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta