ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মারা গেলেন।
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হয় কলম্বিয়ার। ওই ফাইনালের প্রায় ৯ মাস পর হামেস রদ্রিগেজ তার অভিযোগ নিয়ে সামনে আসেন। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার দাবি করেছেন, ফাইনালে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়ার কারণে কলম্বিয়া শিরোপা হারিয়েছে।
স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের কাছে হামেস বলেছেন, কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের নানা কারণে। পাশাপাশি টুর্নামেন্টের পুরো সময়েও আর্জেন্টিনা বেশ কিছু সুবিধা পেয়েছে বলে উল্লেখ করেছেন হামেস।
হামেস বলেন, ‘আমরা অসাধারণ একটি কোপা আমেরিকা খেলেছি। ব্যক্তিগতভাবে খুব ভালো করেছি। শিরোপা জিততে চেয়েছিলাম, খুব কাছে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি।’
৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার আরও জানান, ‘রেফারি দুটি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো একেবারে স্পষ্ট ছিল আমার চোখে। ভিএআর রেকর্ডিং সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে তা দেখানো হয়নি। এটা কিছুটা অদ্ভুত ছিল।’
টুর্নামেন্টের সময় আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়ার পথ ছিল অনেক কঠিন, এমন মন্তব্য করেছেন হামেস। তিনি বলেন, ‘আমরা যে গ্রুপে ছিলাম, সেখানে ব্রাজিল, উরুগুয়ে এবং আরও শক্তিশালী দল ছিল। আর আর্জেন্টিনা ছিল তুলনামূলকভাবে সহজ গ্রুপে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণ করতে হয়েছে। তবে এগুলো কোনো অজুহাত নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সেদিন দারুণ ফর্মে ছিলাম, একটি চমৎকার ফাইনাল খেলেছিলাম। পেনাল্টি শুটআউটের আগে মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা একটি গোল খেয়েছিল। তারা সবকিছু জিতেছে। আমি বলছি না যে তারা জয়ের যোগ্য ছিল না, কিন্তু বাস্তবতা হলো কিছু বিষয় প্রভাবিত করেছিল এবং আমাদের পিছিয়ে রেখেছিল।’
২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে পরাজিত হওয়ার পর কলম্বিয়া শিরোপা হাতছাড়া করে। টুর্নামেন্টে রেকর্ড ৬টি অ্যাসিস্ট করে হামেস দলকে ফাইনালে তুলেছিলেন।
সূত্র : গোল ডট কম।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta