সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী বাংলাদেশির হৃদয়বিদারক মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শাওন (২২) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) আজমান এলাকায় তেলের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্বাস রোধ হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাওন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো. আউয়াল মিয়ার দ্বিতীয় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে জীবিকার সন্ধানে আরব আমিরাতে গিয়েছিলেন শাওন। তিনি এবং তার ভাই সৌরভ একই কোম্পানিতে কাজ করতেন। দুই মাস আগে শাওন ১ মাস ১০ দিনের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান। এরপর গত রাত ১০টার দিকে তার মর্মান্তিক মৃত্যুর খবর তার বড় ভাই সৌরভ পরিবারকে জানান। মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শাওনের বাবা মো. আওয়াল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে শাওন দুই বছর আগে চাকরি নিয়ে আরব আমিরাতের আজমানে যায়। কিছুদিন আগে ১ মাস ১০ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরে গিয়েছিল। গতকাল সে তেলের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।"
শাওনের চাচা জাহাঙ্গীর মিয়া বলেন, "সে আমার ভাতিজা হলেও আমার ছেলের চেয়ে কম নয়। তার এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।"
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta